1/ 5
WhatsApp: ইতিমধ্যেই iOS আপডেট এসেছে Facebook মালিকানাধীন মেসেজ প্ল্যাটফর্ম WhatsApp-এ। আর সেই সূত্র ধরেই ভয়েস মেসেজের জন্য একটি নতুন অ্যানিমেশন ফিচার এসেছে এই চ্যাটিং অ্যাপে। এছাড়াও একটি নতুন ফিচার এসেছে, যার সাহায্যে ভয়েস মেসেজের প্রাপক তথা রিসিপ্টকে ডিসেবল করা যায়। যা নির্ভর করে সংশ্লিষ্ট ব্যবহারকারীর রিড রিসিপ্ট সেটিংস অপশনের উপরে। কিন্তু কী ভাবে কাজ করবে এই ফিচার? আসুন জেনে নেওয়া যাক!
2/ 5
এক্ষেত্রে iOS-এ 2.21.40 ভার্সনের আপডেট এসেছে। বর্তমানে অ্যাপ স্টোরেই উপলব্ধ রয়েছে এটি। উল্লেখ্য, গত বছর নভেম্বরের পর এটিই এই বছরের প্রথম আপডেট। সেবার আপডেটের সূত্র ধরে WhatsApp-এ ডিজঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার এসেছিল। আর এবার এই নতুন ভয়েস মেসেজ ফিচার এসেছে। এক্ষেত্রে WhatsApp-এর ভয়েস মেসেজের জন্য একটি নতুন প্রগ্রেস বার অ্যানিমেশন এসেছে। সঙ্গে রয়েছে রিসিপ্ট ডিসেবল ফিচারও।
3/ 5
এই ফিচারের দৌলতে একবার WhatsApp-এর অপর প্রান্তে ভয়েস মেসেজটি পৌঁছে গেলে তড়িঘড়ি আগের অবস্থায় ফেরা যাবে। আর মেসেজের রিসিপ্ট অপশন ডিসেবল করা যাবে। এর জেরে ভয়েস মেসেজের ব্লু টিক ভিজিবিলিটিও ডিসেবল করা যাবে। এক্ষেত্রে সেটিংস থেকে যদি রিড রিসিপ্ট ডিসেবল করা থাকে, তাহলে ওই ভয়েস মেসেজটি প্রাপক তথা রিসিভার শুনেছে কি না, তা আর দেখতে পাবে না সংশ্লিষ্ট সেন্ডার। কয়েকটি সাধারণ ধাপ অনুসরণ করলেই এই ফিচারটি চালু করা যাবে। প্রথমেই সেটিংস অপশনে যেতে হবে। তার পর অ্যাকাউন্ট (Account ), প্রাইভেসি (Privacy) ও রিড রিসিপিন্ট অপশনে যেতে হবে।
4/ 5
তবে, বর্তমানে অ্যান্ড্রয়েড ভার্সনে উপলব্ধ নয় এই ফিচার। অ্যান্ড্রয়েড ভার্সনে এই ফিচার কবে আসছে, সেই বিষয়ে কোনও তথ্য জানা যায়নি। WABetaInfor-এর এক প্রতিবেদন সূত্রে খবর, হয় তো পরের iOS আপডেটে এই ফিচারটি সরিয়ে দিতে পারে WhatsApp। কিংবা সমস্ত ভার্সনের ব্যবহারকারীর জন্যই উপলব্ধ হতে পারে এটি।
5/ 5
প্রসঙ্গত, দিন কয়েক আগেই সেল্ফ মেসেজ ফিচার নিয়ে বেশ তোড়জোড় শুরু হয়েছিল। এক্ষেত্রে WhatsApp-এর এই ফিচারের ব্যবহার নিয়েও চর্চা শুরু হয়েছিল। এক্ষেত্রে URL লিঙ্ক ব্যবহার করে অর্থাৎ wa.me// দিয়ে নিজের নম্বর সার্চ করে সেলফ চ্যাট ফিচার চালু করা যেতে পারে। এছাড়া একটি গ্রুপ খুলে সেখান থেকে এনেবল করা যায় সেল্ফ চ্যাট ফিচার।