1/ 5
বেশিরভাগ স্মার্টফোনেই কোনও কিছু নোট করার জন্য বা রিমাইন্ডার দেওয়ার জন্য কিছু প্রি-ইনস্টল অ্যাপ থাকে। কিন্তু অনেকেই সে কথা ভুলে যান। এক্ষেত্রে ফোনে অধিক ব্যবহৃত অ্যাপগুলি উপরে নজর দেওয়া যেতে পারে। চোখের সামনে থাকা অ্যাপগুলিতে যদি তড়িঘড়ি নোট নেওয়ার ব্যবস্থা থাকে বা কোনও গুরুত্বপূর্ণ লিঙ্ক সেভ করার ব্যবস্থা থাকে, তাহলে তো আর কথা নেই! সেই সূত্র ধরেই ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছে WhatsApp-এর সেল্ফ মেসেজিং বা সেল্ফ চ্যাট ফিচার। কিন্তু কী ভাবে ব্যবহার করা যাবে এটি? জেনে নেওয়া যাক!
2/ 5
এক্ষেত্রে দু’টি পদ্ধতিতে এই সেল্ফ চ্যাট বা সেল্ফ মেসেজ ফিচার চালু করা যেতে পারে। যদি কেউ WhatsApp-এর ব্যবহার করছেন, তাহলে প্রথমেই তাঁদের একটি URL লিঙ্ক ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ওয়েব ব্রাউজারে গিয়ে wa.me// দিয়ে নিজের নম্বর সার্চ করতে হবে। ভারতের বাসিন্দাদের ক্ষেত্রে মোবাইল নম্বরের সামনে ৯১ জুড়ে দিতে হবে। এক্ষেত্রে লিঙ্কটি হবে wa.me//৯১XXXXXXXXXX। লিঙ্কটিতে এন্টার ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন ওয়েবে পেইজ খুলে যাবে। এখানে লেখা থাকবে, ‘Chat on WhatsApp with +91 (your 10-digit mobile number)।
3/ 5
এবার ব্যবহারকারীদের ‘Continue to Chat’ অপশন সিলেক্ট করতে হবে। এখানে দু’টি অপশন পাওয়া যাবে। প্রথমটি WhatsApp-এর ওয়েব প্ল্যাটফর্মের জন্য। যা ডাউনলোড করা যাবে। এক্ষেত্রে অ্যান্ড্রয়েড বা iOS ভার্সনেও একই ডাউনলোড লিঙ্ক পাওয়া যাবে। তবে ডাউনলোড ছাড়াও সংশ্লিষ্ট বাটনের নিচে একটি লিঙ্ক রয়েছে। যা থেকে সরাসরি সেল্ফ চ্যাট ফিচার ব্যবহার করা যেতে পারে।
4/ 5
একবার এই সেল্ফ চ্যাট শুরু হয়ে গেলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো একটি নামে কনট্যাক্টগুলি সেভ করতে পারেন। যাতে সহজেই কনট্যাক্টগুলি খুঁজে পাওয়া যায়। এক্ষেত্রে ওয়েব ভার্সনের পাশাপাশি WhatsApp অ্যাপেও সহজেই ব্যবহার করা যায় সেল্ফ চ্যাট ফিচারটি। শুধু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে।
5/ 5
তবে এই পদ্ধতিতে যদি কোনও সমস্যা দেখা যায়, তাহলে WhatsApp-এর ব্যবহারকারীদের জন্য আরও একটি পন্থা রয়েছে। এটি অপেক্ষাকৃত দীর্ঘ। এক্ষেত্রে প্রথমেই একটি গ্রুপ খুলতে হবে। একজন বা দু’জন সদস্য হলেই হবে। একবার গ্রুপ তৈরি হয়ে গেলে, সদস্যদের গ্রুপ থেকে রিমুভ করে দিতে হবে। ফলে পুরো চ্যাটিং প্ল্যাটফর্মটি সংশ্লিষ্ট ব্যবহারকারীর জন্য সম্পূর্ণ একার হয়ে যাবে। এই ভাবেও সেল্ফ চ্যাট ফিচারকে এনেবল করা যেতে পারে।