বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

youtuber mastanamma dies at 107– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৪১২ সময় দেখুন
youtuber mastanamma dies at 107– News18 Bangla


#গুন্টুর: চলে গেলেন মস্তানাম্মা৷ ইউটিউবে নিজের রান্নার ভিডিও আপলোড করে বিখ্যাত হয়েছিলেন অন্ধ্র প্রদেশের গুন্টুর জেলার মস্তানাম্মা৷ শেষ ৬ মাস ধরে অসুস্থ ছিলেন তিনি৷ অবশেষে সেই অসুস্থতার কাছেই হার মানলেন ১০৭ বছর বয়সে৷

কেন তাঁর ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপলোড করা হচ্ছে না? তা নিয়ে ভক্তরা প্রশ্ন করতেই সামনে আসে মস্তানাম্মার মৃত্যুর খবর৷ তাঁর ইউটিউব হ্যান্ডল ম্যানেজার মিডিয়া পার্সন কে লক্ষণ ও শ্রীনাথ রেড্ডি তাঁর মৃত্যুর খবর দেন৷

photo: collected photo: collected

২০১৬ সালে প্রখম মস্তানাম্মার বেগুন কারি রান্নার ভিডিও আপলোড করেন লক্ষণ৷ সেই ভিডিও ৭৫ হাজার ভিউ হতেই পর পর অভিনব সব রেসিপির ভিডিও আপলোড করতে থাকেন লক্ষণ৷ কান্ট্রি ফুডস নামের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এই মুহূর্তে ১২ লক্ষ৷

মস্তানাম্মার সিফুড রেসিপি জনপ্রিয় হতেই অদ্ভুত সব রেসিপি আপলোড করতে থাকেন লক্ষণ৷ কখনও শুয়োরের মাথা তো কখনও ভেড়ার মাথা, কখনও তরমুজ দিয়ে চিকেন তো কখনও ঝিনুকের কারি৷ নানা রকম অভিনব রেসিপি দিয়েই জনপ্রিয়তা বাড়তে থাকে কান্ট্রি ফুড-এর৷ তবে সবচেয়ে জনপ্রিয় হয়েছিল তাঁর অন্ধ্র প্রদেশের মশলা দিয়ে কেএফসি স্টাইল চিকেন৷

শুধু অভিনব সব রেসিপিই নয়৷ কীভাবে অনায়াসে আলু থেকে টমেটো সব কিছুই হাত দিয়ে ছাড়িয়ে ফেলতেন মস্তানাম্মা তাও ছিল দেখার মতো৷

দেখুন তাঁর গল্প

 

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর