চট্টগ্রামের কর্ণফুলীতে শিকলবাহা ইউনিয়নের উদ্যোগে গ্রাম আদালতের কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও শো-প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১০ ঘটিকায় গ্রামীন আদালতের কার্যক্রম সম্পর্কে গ্রামঅঞ্চলের সাধারণ মানুষকে অবহিতকরণের লক্ষ্যে শিকলবাহা ইউনিয়ন পরিষদের আদালত ভবনে উক্ত মতবিনিময় সভা ও ভিডিও শো-প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা সমন্বয়কারী বাবুল আরাফাতের সঞ্চালনায় ও শিকলবাহা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা উকিল আহম্মদের সার্বিক সহযোগিতায়, ইউপি সকল সদস্য ,শিক্ষক, ইমাম, পুরোহিত, এনজিও কর্মী, সমাজ কর্মী, স্থাস্থ্য কর্মীসহ সকল শ্রেণী ও পেশার সম্মানীত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে গণসচেতনামূলক গ্রামীণ আদালতের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপস্থিত সকলকে অবহিতকরণসহ গ্রামের সাধারণ মানুষকে কিভাবে গ্রাম আদালতমূখী করা যায় এবং গ্রাম বিচার প্রক্রিয়ার বাস্তব প্রতিচ্ছবি তুলে ধরেণ।