স্পেশাল করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো: দেশব্যাপী অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলায় পরীক্ষার্থীর উপস্থিতি ছিল প্রায় শতভাগ। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান তত্ত্বীয় প্রথম পত্র ও গাহর্স্থ্য শিক্ষা বিভাগের গাহর্স্থ্য অর্থনীতি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ২০ হাজার ৩৩৫ জন। অংশ নিয়েছে ২০ হাজার ১০৪ জন। অনুপস্থিত ছিল ২৩১ জন। গার্হস্থ্য শিক্ষা বিভাগে ৯ জন পরীক্ষার্থীর সবাই উপস্থিত ছিল। অনুপস্থিতির হার ১ দশমিক ১৪ শতাংশ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তী, পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চক্রবর্তীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। নারায়ণ চক্রবর্তী সারাবাংলাকে বলেন, ‘সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থী ও কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকরা স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করেছেন। তবে বিভিন্ন কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় দেখেছি। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা অভিভাবকদের সচেতন হওয়ার অনুরোধ করছি।’
উপস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘তুলনামূলক উপস্থিতির হার খুবই ভালো। বলা যেতে পারে, শতভাগ পরীক্ষার্থীই উপস্থিত ছিল। করোনা পরিস্থিতিতে দুই বছরেরও বেশি সময় পর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সীমিত বিষয় ও সিলেবাসের ওপর পরীক্ষা হচ্ছে। শিক্ষার্থীরা প্রিপারেশনের জন্য যথেষ্ট সময় পেয়েছে। এজন্য সবার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে আগ্রহ আছে।’
চট্টগ্রাম মহানগর ও জেলা, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা মিলিয়ে ১১২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম অঞ্চলের ২৬৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার মোট পরীক্ষার্থী মোট ১ লাখ ১ হাজার ১০২ জন। এর মধ্যে ছাত্র ৪৯ হাজার ৯৮১ জন, ছাত্রী ৫১ হাজার ১২১ জন।
পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ২০ হাজার ৩৩৫ জন, মানবিক বিভাগের ৪৪ হাজার ১৪৪ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের ৩৬ হাজার ৫৮৯ জন। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন গাহর্স্থ্য বিভাগ থেকে ৯ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
চট্টগ্রাম মহানগরী ও জেলা মিলিয়ে ৬৮টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭৪ হাজার ৮৭৪ জন। কক্সবাজার জেলায় ১৮টি কেন্দ্রে ১২ হাজার ৭১৬ জন, রাঙ্গামাটি জেলায় ১০টি কেন্দ্রে ৪ হাজার ৭৬১ জন, খাগড়াছড়ি জেলায় ৯টি কেন্দ্রে ৫ হাজার ৮৫৩ জন এবং বান্দরবান জেলায় ৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৮৯৪ জন।
সারাবাংলা/আরডি/টিআর