স্পেশাল করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে খালাস হওয়া বিদেশি মদভর্তি একটি কনটেইনার আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আগের দিন বন্দর থেকে খালাস হয়ে যাওয়া মদের দুইটি চালান নারায়ণগঞ্জ থেকে জব্দ করেছিল কাস্টমস।
রোববার (২৪ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্স (এআইআর) শাখার কর্মকর্তারা বন্দরের পাঁচ নম্বর ইয়ার্ডের ১৩ নম্বর শেডে অভিযান চালিয়ে মদের চালানটি জব্দ করে।
চট্টগ্রাম কাস্টমসের এআইআর শাখার উপ কমিশনার সাইফুল হক সারাবাংলাকে জানিয়েছেন, চীন থেকে সুতা আমদানির ঘোষণা দিয়ে নীলফামারীর উত্তরা ইপিজেডের ডঙ জিন ইন্ডাস্ট্রিয়াল (বিডি) লিমিটেডের নামে কনটেইনারটি আনা হয়। গত ১৬ জুলাই কনটেইনার বোঝাই জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। কনটেইনারটি খালাসের দায়িত্বে ছিল নগরীর ডবলমুরিংয়ের জাফর আহমদ নামে একজনের মালিকানাধীন সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান।
বৃষ্টির কারণে কনটেইনারে কী পরিমাণ মদ আছে এবং কত টাকা শুল্ক ফাঁকির চেষ্টা হয়েছে সেটা নিরূপণ করা যায়নি বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তা সাইফুল হক। একই সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান শুক্রবার রাতে চট্টগ্রাম বন্দর থেকে বিদেশি মদের দু’টি চালান খালাস করে নিয়ে যায়। শনিবার (২৩ জুলাই) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে কাস্টমস কর্মকর্তারা মদের চালান দুইটি আটক করেন।
কুমিল্লা ইপিজেডের হাসি টাইগার কোম্পানি লিমিটেড মেশিনারি এবং পাবনার ঈশ্বরদীর বিকেএইচ টেক্সটাইল লিমিটেডের নামে সেলাই মেশিনের ববিন ঘোষণা দিয়ে চালান দু’টি আমদানি করা হয়েছিল।
শতভাগ পরীক্ষায় পণ্য চালান দুটিতে এক হাজার ৩৩০ কার্টনে বিভিন্ন ব্রান্ডের ৩১ হাজার ৬২৫ দশমিক পাঁচ লিটার বিদেশি মদ পাওয়া যায়। এর শুল্কায়নযোগ্য মূল্য ৪ কোটি ৪৬ লাখ টাকা। পণ্য চালান দুটিতে মিথ্যা ঘোষণায় ২৪ কোটি ৭০ লাখ টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছে বলে কাস্টমস কর্মকর্তারা জানান।
সারাবাংলা/আরডি/একেএম