টাঙ্গাইলের নাগরপুরে গয়হাটা ইউনিয়নের কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ছাদ বাগান ও মা সমাবেশ আলোচনা সভা এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করা হয়েছে।
গয়হাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শামসুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসেন। এসময় ছাদ বাগানের গুরুত্ব, শিক্ষার্থীদের প্রতি মায়েদের দায়িত্ব সম্পর্কে গঠনমূলক আলোচনা করা হয়। এ সময় উপজেলা শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা, শিক্ষার্থীরা ও অভিভাবক গণ উপস্থিত ছিলেন।