বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

পিআার পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ে- কর্ণফুলীতে জামায়াতের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১০২ সময় দেখুন
পিআার পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ে- কর্ণফুলীতে জামায়াতের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে কলেজ বাজার থেকে শুরু হয়ে উপজেলার ফকিরন্নির হাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ণফুলী উপজেলার উদ্দ্যোগে উক্ত মানববন্ধন কর্মসূচি শেষ হয়।

চট্টগ্রাম দক্ষিন জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সাবেক আমীর ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।

প্রধান অতিথি বলেন, পিআর পদ্ধতি এদেশের মানুষের গণদাবি। আসুন এই বাংলাদেশকে যেন আবার নতুন করে গড়তে পারি। ২৪ শে’র জুলাই বিপ্লবে আবু সাইয়িদ যে কারণে রক্ত দিয়ে ছিলো তা আমদেরকে চিন্তা করতে হবে। সেদিন সে পুলিশ বাহীনির সামনে বলেছিলো “আমার বুকে উঠছে ঝড় বুক পেতেছি গুলি কর”। এছাড়াও তিনি আরো বলেন, আজকে নতুন একটি দেশ গড়ার জন্য ঊনিশ’শ ৭২ সালের সংবিধান বাতিল করে নতুন সংবিধান ৩৬ শে জুলাইয়ের চেতনার ভিত্তিতে আরেকটি সংবিধান রচনা করে বাংলাদেশেকে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে গঠন করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ জহিরুল ইসলাম, এডভোকেট আবু নাসের, সহকারী সেক্রেটারি চট্টগ্রাম দক্ষিণ জেলা, নুরুল হোসাইন, শহীদুল মোস্তফা, মনির আবছার চৌধুরী, মাস্টার আব্দুল গণি, ডাঃ খোরশেদ আলম, মাস্টার নাছির উদ্দিন, মাওলানা কুতুব উদ্দিন ও প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর