বৃটিশ মন্ত্রীর সাথে প্রবাসী অধিকার পরিষদের মতবিনিময়

সাইদুল ইসলাম; লন্ডন থেকেঃ যুক্তরাজ্যের যোগাযোগ মন্ত্রী( ট্রান্সপোর্ট সেক্রেটারী) রবার্ট কোর্ট এমপির সাথে প্রবাসী বাংলাদেশীদের প্রতিনিধিত্বকারী অধিকার ভিত্তিক সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বাংলাদেশের গনতন্ত্র, আইনের শাসন, রোহিঙ্গা ইস্যু, ইন্ডিয়ার আধিপত্যবাদ সহ বৃটিশ-বাংলাদেশীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় স্থান পায়। আজ বোধবার রবার্ট কোর্টের নির্বাচনী এলাকা অক্সফোর্ডস্থ অফিসে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সলিসিটর বিপ্লব কুমার পোদ্দার ও সহ সভাপতি সাইদুল ইসলাম। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি হাফেজ আব্দুল মোবিন, সাধারণ সম্পাদক খন্দকার সাইদুজ্জামান সুমন ও অর্থ সম্পাদক শাহরিয়ার সিদ্দিকী মান্না। প্রতিনিধিদলের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদ্য সাবেক ভিপি নূরুল হক নূরের পক্ষ থেকে রবার্ট কোর্ট এমপিকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। রবার্ট কোর্ট বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করে আগামীদিনে সুন্দর কোন সময়ে বাংলাদেশ সফর করবেন বলে নিশ্চিত করেন। একই সাথে তিনি প্রতিনিধি দলের মাধ্যমে নূরুল হক নূরকেও যুক্তরাজ্য সফরের আমন্ত্রণ জানিয়েছেন।