1/ 5
WhatsApp: সম্প্রতি জানা গিয়েছে যে Facebook-এর মালিকানাধীন জনপ্রিয় প্ল্যাটফর্ম WhatsApp এমন একটি নতুন বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে যার ফলে ব্যবহারকারীরা তাঁদের সুবিধার্থে ভয়েস মেসেজের প্লেব্যাকের গতি পরিবর্তন করতে পারবেন। এছাড়া এই নতুন ফিচারে অ্যাপের অভ্যন্তরে চ্যাট বক্সের রঙও পালটানো যাবে ব্যবহারকারীদের সুবিধা অনুযায়ী।
2/ 5
WABetaInfo সম্প্রতি একটি ট্যুইট করে WhatsApp বৈশিষ্ট্যগুলির এই তথ্য প্রকাশ করেছে। ট্যুইটে প্রকাশ করা হয়েছে এই নতুন ফিচারের ফলে ব্যবহারকারীরা নিজের চ্যাট বক্সের রঙ এবং স্ক্রিনের রঙ অর্থাৎ সবুজের ডার্ক শেড পরিবর্তন করতে পারবেন। তবে WABetaInfo এই তথ্য প্রকাশ করলেও WhatsApp-এর অফিসিয়াল পেজে নতুন ফিচার কবে গ্রাহকদের জন্য আনা হবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি এ পর্যন্ত। তবে বৈশিষ্ট্যটি বর্তমানে বিটা (beta) তে রয়েছে এবং আইওএস ( iOS) ব্যবহারকারীদের জন্য ডেভেলপ করা হচ্ছে। আইওএস (iOS) ব্যবহারকারীদের জন্য WhatsApp Web beta চালু করাবার জন্য কাজ করছে বলেও জানা গিয়েছে।
3/ 5
এটি জানুয়ারিতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছিল এবং এটি এখন আইওএস (iOS) বিটা সংস্করণেও বিকাশাধীন অবস্থায় রয়েছে। WABetaInfo জানিয়েছে যে ভবিষ্যতে এটি ব্যবহারকারীদের একসঙ্গে অনেকগুলি ডিভাইজে কাজ করার অপশন দেবে এবং পাশাপাশি ব্যবহারকারী ফোনগুলিকে ইন্টারনেটে সংযুক্ত না রেখে WhatsApp Web-এ ব্যবহার করতে পারবেন।
4/ 5
এছাড়া Facebook-এর পোর্টাল পরিষেবাও যুক্ত রয়েছে এর সঙ্গে। উল্লেখ্য, গত মাসে WhatsApp তার ডেস্কটপ অ্যাপের জন্য ভয়েস এবং ভিডিও কলিংয়ের ফিচারটিও প্রকাশ করেছিল। যা WhatsApp-এর ভার্সন 2.2104.10 বিটা ব্যবহারকারীদের জন্য দেওয়া হয়। যাঁরা ল্যাপটপ বা ডেস্কটপ বেশ পরিমাণে ব্যবহার করে থাকেন তাঁদের জন্য এই ফিচার সুবিধাজনক।
5/ 5
প্রসঙ্গত, মার্চের শেষের দিকে WhatsApp-এর আপডেটেড পলিসি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI)। কমিশনের বার্তা, তদন্তের সময় WhatsApp-এর প্রতিটি বিষয় সবিস্তারে খতিয়ে দেখা হবে। তদন্তের কাজ শেষ হয়ে গেলে ৬০ দিনের মধ্যে একটি রিপোর্ট পেশ করতে হবে। WhatsApp-এর কোনও চ্যাটিং হিস্ট্রি অন্য প্ল্যাটফর্মে শেয়ার করা হচ্ছে কি না সেই বিষয়টিতেও নজর দেওয়া হবে। কোন দিকে এগোবে এই তদন্ত? আপাতত সময়ের অপেক্ষা!