কূটনৈতিক প্রতিবেদক: [২] বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে আগামী ২৫ আগস্ট অথবা যোগদানের দিন থেকে তাকে এক বছর মেয়াদে চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
[৩] পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় ২০১৯ সালের ২১ আগস্ট চীনের রাষ্ট্রদূত নিয়োগ পান মাহবুবুজ্জামান। গত বছর তাকে এ পদে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছিল।