মঙ্গলবার , ১৬ এপ্রিল ২০২৪ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা

প্রতিবেদক
bdnewstimes
এপ্রিল ১৬, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে টেস্ট পরীক্ষা এবং অ্যাডমিট কার্ড বাবদ অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা না মানলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে করে এই নির্দেশনা দেওয়া হয়।

উপ সচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের (সব) শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের থেকে টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায় এবং পরীক্ষার কারণ দেখিয়ে অ্যাডমিট কার্ড দেওয়া থেকে বঞ্চিত করাসহ শিক্ষার্থীদের থেকে বিভিন্নভাবে আর্থিক সুবিধা নিচ্ছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ অবস্থায় শিক্ষামন্ত্রী অতিরিক্ত ফি না নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নির্দেশনায় আরও বলা হয়, টেস্ট পরীক্ষার নামে কোনো শিক্ষার্থীর থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না। পরীক্ষার কারণ দেখিয়ে অ্যাডমিট কার্ড দেওয়া থেকে বঞ্চিত করা যাবে না। নির্দেশনা না মানলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/জেআর/ইআ





Source link

সর্বশেষ - খেলাধুলা