বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

সিডনির গির্জায় ছুরিকাঘাত: হামলাকারীকে ক্ষমা করলেন বিশপ

প্রতিবেদক
bdnewstimes
এপ্রিল ১৮, ২০২৪ ১:২৪ অপরাহ্ণ


আন্তর্জাতিক ডেস্ক

সোমবার সিডনির একটি চার্চে ছুরিকাঘাতের শিকার একজন বিশপ বলেছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং তার অভিযুক্ত হামলাকারীকে ক্ষমা করেছেন। একটি অডিও বার্তায় বিশপ মার মারি ইমানুয়েল স্থানীয় কমিউনিটিকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

গত সোমবার রাতে সিডনির দ্য গুড শেফার্ড চার্চের দুই বিশপকে ছুরিকাঘাত করে ১৬ বছর বয়সী এক কিশোর। পুলিশ বলেছে হামলা সরাসরি সম্প্রচার করা হয়েছিল। এতে মোট চারজন আহত হয়েছেন। এ হামলাকে ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত সন্ত্রাসী কাজ বলে আখ্যায়িত করা হয়েছে।

এ ঘটনায় দ্য গুড শেফার্ড চার্চের বাইরে দাঙ্গার সৃষ্টি হয়। সেখানে আহত বিশপের বিক্ষুব্ধ সমর্থকরা জড়ো হন।

১৬ বছর বয়সী কিশোরও আহত হয়েছে। ঘটনার দায়ে তাকে আটক করেছে পুলিশ। তবে তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি। ছেলেটির ধর্ম সম্পর্কে কোনো তথ্য জানাতে অস্বীকার করেছে পুলিশ।

তবে ঘটনার সময় ছেলেটিকে আরবি বলতে শোনা গেছে বলে জানানো হয়েছে। তার বাবা একজন মুসলিম।

সারাবাংলা/আইই





Source link

সর্বশেষ - খেলাধুলা