1/ 5
Twitter: কৃষক আন্দোলন ও তা নিয়ে প্ররোচনা দেওয়ার অভিযোগে Twitter কর্তৃপক্ষকে একাধিক অ্যাকাউন্ট বাতিল করার ও সাসপেন্ড করার আবেদন জানায় কেন্দ্রীয় সরকার। প্রাথমিক পর্যায়ে বেশ কিছু অ্যাকাউন্ট সাসপেন্ড করলেও পরে মত প্রকাশের স্বাধীনতা রক্ষার বিষয়টি দেখিয়ে বাকি অ্যাকাউন্ট বন্ধ না করার আবেদন জানায় Twitter কর্তৃপক্ষ। এই নিয়ে দু’পক্ষের মধ্যে মত পার্থক্য চলছে। Twitter-এর পরিবর্তে নতুন অ্যাপও এসেছে বাজারে। এরই মাঝে Twitter নতুন ফিচার আনছে। জানা গিয়েছে, শীঘ্রই লঞ্চ হতে চলেছে সুপার ফলো (Super Follow) ফিচারটি।
2/ 5
এই ফিচারের সাহায্যে বিশেষ কিছু অ্যাকাউন্ট ফলো করতে পারবেন ব্যবহারকারীরা। বাছাই করা কন্টেন্টের সুবিধা দেওয়ার জন্যই এই ফিচার আনা হচ্ছে বলে জানিয়েছে সংস্থা। বিভিন্ন রিপোর্ট বলছে, চলতি বছর শেষের দিকেই এই ফিচারটি লঞ্চ হবে। সংস্থার তরফে গতকাল এই ফিচারটির বিষয়ে একটি প্রেজেন্টেশনে জানানো হয়। তাদের কথায়, এই ফিচারের সুবিধা নিতে গেলে ব্যবহারকারীদের অতিরিক্ত টাকা দিতে হবে। এতে এক্সক্লুসিভ তথ্য পাবে তারা। এক্ষেত্রে নিউজলেটার, ভিডিও-সহ একাধিক কন্টেন্ট পাওয়া যেতে পারে। আর এর জন্য মাসিক সাবস্ক্রিপশনের ব্যবস্থা থাকবে।
3/ 5
Twitter-এর CEO জ্যাক ডোরসে এই বিষয়ে বলেন যে মূলত তিন দিক থেকে সংস্থার পরিষেবা নিয়ে সমালোচনা চলছে। বলা হচ্ছে যে Twitter সৃজনশীল নয়, খুব ধীর গতিসাপেক্ষ এবং সঠিক খবরও এখানে পাওয়া যায় না। সেই সমালোচনার হাতিয়ার হিসেবেই এই ফিচার নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই সাবস্ক্রিপশনের বিষয়টি নিয়ে অনেক দিন আগে থেকেই অনেকে Twitter কর্তৃপক্ষকে জানিয়েছিল। যা নিয়ে সিদ্ধান্ত নিতে একটু সময়ই লাগল বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
4/ 5
সম্প্রতি এই সংস্থা অ্যাপটিতে বিজ্ঞাপনকেও জায়গা দিয়েছে। টেক-বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপ থেকে আয় বাড়াতেই একের পর এক নতুন পদক্ষেপ করছে Twitter। কারণ এই ফিচার যদি চালু হয়, তাতে একাধিক বিখ্যাত মানুষ বা সংস্থার অ্যাকাউন্ট এই পেইড সার্ভিসে চলে যেতে পারে। যাদের ফলো করতে ব্যবহারকারীদের টাকা দিতে হবে। ফলে বিজ্ঞাপনের পাশাপাশি এখান থেকেও একটা বড় অঙ্কের আয় হবে।
5/ 5
এতে শুধু কর্তৃপক্ষের আয় হবে, তেমন না! এই সুপার ফলো ফিচারটির জন্য সেলিব্রিটিদের উপার্জনেও ইতিবাচক প্রভাব পড়বে। তবে, সেলেবদের সঙ্গে কত শতাংশ লভ্যাংশ সংস্থা শেয়ার করবে, তা জানানো হয়নি।