1/ 5
করোনা ভাইরাসের জেরে ব্যাপক ভাবে প্রভাবিত হয়েছে বিশ্ব অর্থনীতি ৷ এর থেকে বাঁচার জন্য অনেকে অনেক রকমের উপায় অবলম্বন করছে। এমন পরিস্থিতিতে সবার নজর পরেছে স্বাস্থ্য বীমা উপরে। এবার গ্রহাকদের সুখবর নিয়ে এল ভোডাফোন-আইডিয়া (Vodafone Idea – Vi) কোম্পানি। মোবাইল রিচার্জের সঙ্গে পেয়ে যান হেলথ ইনস্যুরেন্সের পরিষেবা।
2/ 5
ভোডাফোন আইডিয়া বা Vi। আদিত্য বিড়লা হেলথ ইনসিওরেন্সের (Aditya Birla Health Insurance – ABHI) সঙ্গে হাত মিলিয়ে নির্দিষ্ট কিছু প্ল্যানের গ্রাহকদের স্বাস্থ্যবিমা দেবে। এই বিমার মাধ্যমে গ্রাহকরা হাসপাতালে ভর্তির ক্ষেত্রে দৈনিক ১,০০০ টাকা পর্যন্ত খরচ পাবেন। যদি কোনও গ্রাহক করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তাহলেও খরচ পাওয়া যাবে। সেই সঙ্গে দৈনিক ২,০০০ টাকা আইসিইউ খরচও পাবেন গ্রাহকরা।
3/ 5
যে সমস্ত গ্রাহকরা Vi-এর ৫১ টাকা এবং ৩০১ টাকার প্ল্যান রিচার্জ করাবেন তাঁরা ভিআই হসপিকেয়ার (Vi Hospicare) বিমার সুবিধা পাবেন। এই নতুন প্রকল্পের মাধ্যমে দেশের একটা বড় অংশের মানুষকে স্বাস্থ্যবিমা পরিষেবার আওতায় আনতে চলেছে এই দুই কোম্পানি। সেই সঙ্গে গ্রাহকদের সংখ্যাও বাড়বে বলে মনে করছে টেলিকম কোম্পানি।
4/ 5
ভোডাফোন আইডিয়ার বা Vi-এর প্রি-পেইড গ্রাহকরা ভিআই হসপিকেয়ার (Vi Hospicare) স্বাস্থ্যবিমার আওতায় নির্ধারিত প্ল্যানের গ্রাহকরা ২৪ ঘণ্টার জন্য হাসপাতালে ভর্তি হলে ১,০০০ টাকা পর্যন্ত খরচ পাবেন। আর আইসিইউতে ভর্তি হলে একদিনে মোট ২,০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে। যা বহন করবে আদিত্য বিড়লা হেলথ ইনসিওরেন্স (Aditya Birla Health Insurance – ABHI)।
5/ 5
Vodafone Idea 51 টাকার রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন শুধুমাত্র এসএমএস (SMS)। এই প্লানের ভ্যালিডিটি বা মেয়াদ ২৮ দিনের। এই রিচার্জে গ্রাহকা পেয়ে যাবেন ৫০০টি এসএমএস। আর সেই সঙ্গে থাকছে ভিআই হসপিকেয়ার বেফিনিট। অন্যদিকে, ৩০১ টাকার রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড কলিং এর সঙ্গে ১.৫ জিবি করে ডেটা প্রতিদিন। আর থাকছে দৈনিক ১০০টি করে এসএমএস বিনামুল্যে। রিচার্জের ভ্যালিডিটি বা মেয়াদ ২৮ দিনের। আর ৫১ টাকার রিচার্জের মতো এতেো থাকছে হেলথ ইনসিওরেন্স বেনিফিট।