ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তির দাবিতে ধানমন্ডি ইভ্যালির অফিসের সামনে মানববন্ধন করেছেন গ্রাহকরা।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে ইভ্যালি মার্চেন্ট ও ভক্তবৃন্দের ব্যানারে এ মানববন্ধন করেন তারা।
কয়েকজন গ্রাহক মোহাম্মদ রাসেলের মুক্তি দাবি করে বলেন, ‘ইভ্যালি পরিচালনায় নতুন কমিটি গঠন করা হয়েছে। কিন্তু সেখানে রাসেল ভাইকে রাখা হয় নাই। যেহেতু রাসেল ভাইর ব্যবসা তাই তাকেও রাখা উচিৎ। আর রাসেল ভাই যেহেতু সময় চেয়েছেন, আমাদের দাবি তাকে সময় দিয়ে নজরদারির মধ্যে রাখা হোক।’
আন্দোলন সমন্বয়ক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, জনাব রাসেলের হাত ধরে এই ম্যাজিকেল ই-কমার্স সৃষ্টি হয়েছে বাংলাদেশে। আমরা চাই ইভ্যালির নতুন কমিটির সাথে জনাব রাসেলকে যুক্ত করে ব্যবসা পরিচালনা করার সুযোগ হোক। তাহলে আমরা আমাদের প্রডাক্ট কিংবা বকেয়া বিল পাবো। যেহেতু নতুন কমিটি ই-কমার্স ব্যবসা ব্যাকগ্রাউন্ডের নয়, তাই তারা ইভ্যালিকে নজরদারি করুক, আমরা মনে করি এই কমিটি রাসেল ভাইর অবর্তমানে বিজনেস চালাতে পারবে না।
ইভ্যালি ফ্যান্স ক্লাবের অ্যাডমিন মোফতাছিম বিল্লাহ নাহিদ বলেন, সকাল ১০.৩০ টায় থেকে আমরা মানববন্ধন করছি।
সেখানে মানববন্ধন করার কারণ হিসেবে তিনি বলেন, আমরা জানতে পেরেছি হাই কোর্টে থেকে গঠিত ইভ্যালির নতুন কমিটি আজ ইভ্যালির অফিসে কমিটি বৈঠক করতেছে, মূলত তাদের দৃষ্টি আকর্ষণের জন্য সেখানে মানবন্ধন করা হয়েচ্ছে। মার্চেন্ট-গ্রাহকদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
তিনি ইভ্যালির আইনজীবীর সমন্বয়ক নিঝুম মজুমদারের বরাত দিয়ে বলেন, “ইভ্যালিতে বিনিয়োগ করার জন্য বিভিন্ন কোম্পানি প্রস্তাব দিয়ে রাখছে। যা রিসিভ করা রাসেল ভাইকে ছাড়া অসম্ভব। তাই বিনিয়োগ সম্ভাব্য একটি স্টর্টআপ কোম্পানিকে এভাবে নষ্ট হতে দিতে পারি না।”