1/ 4
নতুন বছরে প্রাইভেসি-পলিসির চক্করে সমস্যায় ভুগতে হয়েছে WhatsApp-কে। ধীরে ধীরে সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে Facebook মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্ম। এবার উঠে এল এক নতুন তথ্য। গত বছরের পর ফের বেশ কয়েকটি iOS স্মার্টফোনে নিজের যাত্রা শেষ করতে চলেছে WhatsApp। এক্ষেত্রে iOS 9 ভার্সনে যে ফোনগুলি চলছে, সেই সমস্ত ফোনে আর কাজ করবে না এই সোশ্যাল মিডিয়া।
2/ 4
সংস্থা সূত্রে খবর, অন্তত iOS 10 ভার্সনে যে ফোনগুলি চলে, সেই সমস্ত ফোনেই থাকবে WhatsApp। সেই সূত্রে iPhone 5 ও তার উপরের ভার্সনের ফোনগুলিতে চলবে এই সোশ্যাল চ্যাটিং অ্যাপ। কিন্তু iPhone 4 ও iPhone 4S পর্যন্ত কোনও মডেলেই WhatsApp ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে যদি iPhone 5 বা তার উপরের ভার্সনের ফোনে কোনও সমস্যা দেখা যায়, তাহলে তা iOS 10 ভার্সনে আপডেট করাতে হবে।
3/ 4
প্রসঙ্গত, একই ভাবে গত বছর ডিসেম্বরে বেশ কয়েকটি WhatsApp বন্ধ হয়ে যায়। সেই সময় iOS 8 ভার্সনের জন্য বন্ধ হয়ে যায় পরিষেবা। সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, পুরোনো ভার্সনের বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড ও iPhone-এ কাজ করবে না WhatsApp। এক্ষেত্রে অন্তত iOS 9 ভার্সনে যে স্মার্টফোনগুলি চলছে না, সেগুলিতে আর কাজ করবে না এই চ্যাটিং অ্যাপ। এর জেরে iPhone 4S, iPhone 5, iPhone 5S, iPhone 6 ও iPhone 6S ব্যবহারকারীদের অপারেটিং সিস্টেম iOS 9 ভার্সনে আপডেট করাতে হয়েছিল। অনেকে আবার ফোন বদলানো বা নতুন নতুন স্মার্টফোন কেনার পথে হেঁটেছিলেন।
4/ 4
অঅন্য দিকে, গত বছরের শেষের দিকে জানা গিয়েছিল, অন্তত 4.0.3 অ্যান্ড্রয়েড ভার্সনে যে স্মার্টফোনগুলি চলছে, সেই ফোনগুলিতে WhatsApp কাজ করবে। 4.0.3 অ্যান্ড্রয়েড ভার্সনের আগের অ্যান্ড্রয়েড ভার্সনে কাজ করবে না WhatsApp। যদিও বর্তমানে যে ফোনগুলি আসছে এবং গত দু’-এক বছরে যে ফোনগুলি বাজারে এসেছে, তাদের বেশিরভাগই 4.0.3 অ্যান্ড্রয়েড ভার্সন বা তার থেকে আপডেটেড ভার্সনে চলে। তবে HTC Desire, LG Optimus Black, Motorola Droid Razr-সহ বেশ কয়েকটি মডেলে সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে যে ফোনগুলিতে 4.0.3 অ্যান্ড্রয়েড ভার্সনের থেকেও পুরোনো ভার্সন চলছে, এবার সেগুলি নিয়ে ভাবনা-চিন্তা করার সময় এসেছে। অ্যান্ড্রয়েড ও iOS ছাড়াও KaiOS ভার্সনে চলবে এই WhatsApp। এক্ষেত্রে কোনও পরিবর্তন আসেনি।