সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

কুমিল্লা ইউনিভার্সিটি ট্রাভেলার্স সোসাইটির নেতৃত্বে অপু-রাফি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১১৩৪ সময় দেখুন
কুমিল্লা ইউনিভার্সিটি ট্রাভেলার্স সোসাইটির নেতৃত্বে অপু-রাফি

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভ্রমণপিপাসু শিক্ষার্থীদের সংগঠন কুমিল্লা ইউনিভার্সিটি ট্রাভেলার্স সোসাইটির আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী ইলিয়াস আকন্দ অপু ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ১৫তম আর্তনের শিক্ষার্থী শাহাদাত তানভীর রাফি।

সোমবার (২৫ নভেম্বর) রাতে সংগঠনের সদস্য সচিব ইমদাদুল হক রিফাত, সদস্য মঈনুদ্দীন ইরফান ও মো. মুহসিন জামিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে থেকে বিষয়টি জানা গেছে।

আংশিক কমিটিতে আরো রয়েছেন- সহ সভাপতি হৃদয় পাল অর্জুন, যুগ্ন সাধারণ সম্পাদক রুহিত পাল, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল বাকিয়া জান্নাত।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত তানবীর রাফি বলেন, ‘ভ্রমণপিপাসুদের ভ্রমণের প্রতি আগ্রহ আরও উৎসাহিত করা এবং নতুন ভ্রমণপ্রেমীদের সঠিক দিকনির্দেশনার মাধ্যমে আনন্দময় ভ্রমণ উপহার দেওয়া আমাদের প্রধান লক্ষ্য। আমরা শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি। এছাড়া দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা মনোমুগ্ধকর দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার পাশাপাশি সেই অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞানের পরিসর সম্প্রসারিত করাই আমাদের উদ্দেশ্য।’

সংগঠনের কার্যক্রম নিয়ে সভাপতি ইলিয়াস আকন্দ অপু বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রাভেলার্স সোসাইটির যাত্রা ২০ অক্টোবর ২০২১ সালে। আমাদের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক নাজমুল সবুজ ভাইয়ের মৃত্যুর পর আমাদের কার্যক্রম স্থবির হয়ে যায়। সংগঠনের গতিকে তরান্বিত করতে নতুন কমিটি গঠন করা হয়েছে। আমরা যারা দায়িত্বে এসেছি তারা সর্বোচ্চ চেষ্টা করবো সংগঠনকে এগিয়ে নিতে। এর আগেও আন্তজার্তিক সেমিনার আয়োজন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ট্রাভেলার্স সোসাইটি। তাই আমাদের লক্ষ্য থাকবে আবারো একটি সেমিনার আয়োজন করার। আমাদের সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভ্রমণপিপাসুদের নিয়ে একটি কমিউনিটি গড়ে একসাথে পরিবেশবান্ধব ভ্রমণ নিয়ে কাজ করা।’

উল্লেখ্য, এই কমিটিকে আগামী ১ মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ প্রদান করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর