ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের ১০টি জেলার জন্য নতুন জেলা সমন্বয় কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সংগঠিত করার লক্ষ্যে এই কমিটিগুলো গঠন করা হয়।
মঙ্গলবার (৩ জুন) জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুনভাবে কমিটি গঠিত জেলাগুলো হলো- ঝালকাঠি, সাতক্ষীরা, মুন্সীগঞ্জ, বরিশাল, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, খুলনা, বাগেরহাট ও লালমনিরহাট। এই জেলাগুলোর প্রতিটিতে একটি করে সমন্বয় কমিটি দায়িত্ব পালন করবে এবং দলীয় কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার পাশাপাশি কেন্দ্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখবে।
সালেহ উদ্দিন সিফাত বলেন, ‘আমাদের লক্ষ্য হলো জাতীয় নাগরিক পার্টিকে জনগণের দল হিসেবে প্রতিটি অঞ্চলে সুসংগঠিত করা। স্থানীয় নেতৃত্বের মাধ্যমে আমরা জনগণের চাহিদা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চাই।’
দলীয় সূত্র জানায়, প্রতিটি জেলা সমন্বয় কমিটি আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা ও পৌরসভা পর্যায়ে সাংগঠনিক কাঠামো গঠন করবে। এ ছাড়া আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ, কর্মসূচি বাস্তবায়ন এবং রাজনৈতিক কৌশল নির্ধারণে এই কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।