নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ১২ টি ইউনিয়নে ১৩ টি ইউনিট নতুন কমিটি গঠনের লক্ষ্যে তথ্য ফর্ম বিতরণ করেছে নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২৩ আগস্ট) উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদল আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো: শহিদুর রহমান মনির এর সঞ্চালনায় উৎসবমুখর পরিবেশে এ তথ্য ফর্ম বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত নাগরপুর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দদের পক্ষ থেকে উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের পদ প্রত্যাশী নেতাকর্মীদের বিভিন্ন দিক-নির্দেশনা মূলক পরামর্শ দেওয়া হয় এবং বিএনপি’র চলমান আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশ নেওয়ায় জন্য আহ্বান করা হয়।
নাগরপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল বলেন, আমরা নাগরপুর উপজেলার সকল ইউনিয়নে শক্তিশালী ছাত্রদল ইউনিট গঠনের লক্ষ্যে আজ তথ্য ফর্ম বিতরণ করেছি। কেন্দ্র ঘোষিত বিএনপি’র চলমান আন্দোলনকে বেগবান করতে আমরা অতিদ্রুত নতুন কমিটি গঠন করে দলকে শক্তিশালী করে এগিয়ে যাবো।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৪ সালে নাগরপুর উপজেলা ছাত্রদল কমিটি গঠিত হয়ে ইউনিয়ন ইউনিট গঠন প্রক্রিয়া শুরু হয়েছিলো। এরপর ২০২২ সালে নতুন উপজেলা কমিটি পায় নাগরপুর উপজেলা ছাত্রদল। এরই ধারাবাহিতায় উপজেলার নতুন কমিটি অতিদ্রুত সকল ইউনিট গঠনের কার্য পরিচালনা করছে।