1/ 5
আজকাল সমস্ত ক্ষেত্রেই একটি অত্যাবশ্যক নথি হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড (Aadhaar Card)। যে কোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে গেলে, কোনও সেভিং স্কিম তথা পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate), কিষান বিকাশ পত্র (Kisan Vikas Patra) বা এই জাতীয় কোনও ইনভেস্টমেন্ট করতে গেলে আধার কার্ড লিঙ্ক করানোর প্রয়োজনীয়তা পড়ে। কিন্তু কী ভাবে লিঙ্ক করাতে হয় এই ১২ সংখ্যার আধার কার্ড?
2/ 5
এক্ষেত্রে নিকটবর্তী কোনও পোস্ট অফিসে গিয়ে নিজের আধার কার্ড লিঙ্ক করানো যেতে পারে। একই কাজ বাড়ি বসেও অনলাইনে করা যেতে পারে। কিন্তু কী ভাবে? জেনে নেওয়া যাক!
3/ 5
অফলাইনে সুবিধা মতো পোস্ট অফিসের একাধিক সেভিং স্কিমের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো যেতে পারে। এক্ষেত্রে প্রথমে নিকটবর্তী কোনও পোস্ট অফিসে যেতে হবে। সঙ্গে রাখতে হবে পাস-বই ও আধার কার্ড। এর পর একটি আধার লিঙ্কিং অ্যাপ্লিকেশন ফর্ম তথা আবেদনপত্র নিতে হবে। প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করে নিতে হবে। ফর্ম পূরণ হয়ে গেলে ফর্ম-সহ আধার কার্ড জমা দিতে হবে। আধার কার্ড লিঙ্ক হয়ে গেলে রেজিস্টার মোবাইল নম্বরে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে।
4/ 5
তবে আধার কার্ড লিঙ্ক করার জন্য অনলাইন পদ্ধতি একটু আলাদা। এক্ষেত্রে ব্যবহারকারীকে প্রথমে ব্যাঙ্কের ওয়েবসাইট তথা নেট ব্যাঙ্কিং পোর্টালে যেতে হবে। এর পর নেট ব্যাঙ্কিং সম্পর্কিত তথ্যগুলি অর্থাৎ ইউজার ID ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে। হোম পেইজে ‘Registration of Aadhaar number in Internet Banking’ অপশনে ক্লিক করতে হবে। এবার ১২ সংখ্যার আধার নম্বর এন্টার করতে হবে। সব শেষে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে।
5/ 5
পোস্ট অফিসের কোন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করাতে হবে, এবার তা সিলেক্ট করার সময়! তাই পোস্ট অফিসের অ্যাকাউন্টটি সেলেক্ট করতে হবে। তাহলেই কাজ শেষ! সব শেষে আধার নম্বর লিঙ্ক করার আবেদন সফল হয়েছে কি না, তা জানার জন্য ‘Inquiry’ অপশনে ক্লিক করতে হবে।