রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:২০ অপরাহ্ন

বিদেশে পালানোর চেষ্টাকালে বিমানবন্দরে ছাত্রলীগ নেতা গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩ সময় দেখুন


ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের নান্দাইলে কলেজছাত্র মুরাদ হাসান (১৭) হত্যা মামলার মূলহোতা ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামিম বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দর এলাকায় গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারী) দুপুরে আশরাফুল আলম হামিমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহম্মেদ।

এর আগে শুক্রবার (৩ জানুয়ারী)রাতে কাতারে পাড়ি জমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আশরাফুল আলম নান্দাইল উপজেলার আলাবক্সপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে। তিনি নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ নেতা।

অপরদিকে, নিহত মুরাদ নান্দাইল পৌসভার কাকচর এলাকার মো. তফাজ্জল হোসেনে ছেলে।

তিনি জানান, চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান ছিল। এই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি হত্যাকাণ্ডের মূলহোতা হামিম বিদেশ চলে যাওয়ার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

যেকোনো সময় তিনি বিদেশ পাড়ি জমাতে পারেন। এ অবস্থায় শুক্রবার কাতার যাওয়ার পূর্ব মুহূর্তে তাকে বিমান বন্দর থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর