01
চেক যে সই করে দিতে হয়, সে আমরা সবাই জানি। টাকা লেনদেনের এ এক গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে, কাউকে টাকা না দিলেও অনেক সময়ে চেকে সই করতে হয়। একে বলা হয় ক্যানসেলড চেক। এক্ষেত্রে চেক জুড়ে দুটো বড় বড় দাগ কেটে তার মাঝে ইংরেজিতে ক্যানসেলড লিখে দিতে হয়। এই ধরনের চেক সাধারণত ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করার জন্য দরকার হয়। যদিও, শুধু সামনের দিক নয়, কখনও কখনও চেকের পিছনেও সই করার দরকার পড়ে। কেন এবং কীরকম পরিস্থিতিতে তা প্রয়োজন হয়, সেটা এবার জেনে নেওয়া যাক।