নেভাডা ককটেইল : গরম দিনের জন্য এই সুস্বাদু ককটেল টি চমতকার ৷ এই ককটেল তৈরি হয় ডার্ক রাম, তাজা লেবু এবং আঙুর রসের এবং চিনির সঠিক মিশ্রণে ৷ ককটেল শেকারে ১/২ কাপ ডার্ক রাম, ১/২ কাপ আঙুরের রস, ১/৪ কাপ লেবুর রস এবং ২ চা চামচ চিনি ঢেলে নেবেন ৷ তারপর আইস কিউব দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ককটেল গ্লাসে ছেঁকে পরিবেশন করুন ৷ (Photo: Instagram)