রবিবার , ১৩ জুন ২০২১ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

ডিনারে খান পরোটার সঙ্গে চিকেন মালাইকারি, জমে যাবে জাস্ট

প্রতিবেদক
bdnewstimes
জুন ১৩, ২০২১ ৪:২৬ পূর্বাহ্ণ


মালাইকারি বলতে এক সময় বাঙালি শুধুই চিংড়ি মাছের মালাইকারি বুঝতো৷ এখন ফিউশনের যুগ৷ তাই চিকেন দিয়ে বানিয়ে দেখুন মালাইকারি৷ শুধু ভাত নয়, রুটি, পরোটা এমনকী পোলাও দিয়েও জমে যাবে খাওয়া৷

কী কী লাগবে

চিকেন-৩০০ গ্রাম
ধনেপাতা কুচি-২ আঁটি
নুন-স্বাদ মতো
দুধ-আধ কাপ
কসুরি মেথি-১ চা চামচ
ফ্রেশ ক্রিম-২ টেবল চামচ

ম্যারিনেশনের জন্য

হলুদ গুঁড়ো-১ চা চামচ
লঙ্কা গুঁড়ো-১ চা চামচ
তন্দুরি মশলা-১ টেবল চামচ
নুন-স্বাদ মতো
আদা, রসুন বাটা-২ টেবল চামচ

কারি পেস্টের জন্য

মাখন-২ টেবল চামচ
পেঁয়াজ-২টো স্লাইস করা
টোম্যাটো-২টো স্লাইস করা
কাজু-২ টেবল চামচ
গোটা গোলমরিচ-৫টা
তেজপাতা-১টা
ছোট এলাচ-১টা
জয়িত্রী-১ চিমটি
লবঙ্গ-২টো
দারচিনি-আধ ইঞ্চি
ধনে গুঁড়ো-১ চা চামচ
জিরে গুঁড়ো-১ চা চামচ
স্টার আনিজ-১টা
মৌরি গুঁড়ো-১ চা চামচ

কীভাবে বানাবেন

একটা বড় বাটিতে হলুদ, লঙ্কা গুঁড়ো, তন্দুরি মশলা, নুন ও আদা-রসুন বাটা একসঙ্গে নিন৷ চিকেন ভাল করে এই মশলায় ম্যারিনেট করে অন্তত ৩০ মিনিট রাখুন৷ প্যান চড়া আঁচে গরম করে মাখন গলিয়ে নিন৷ এর মধ্যে ম্যারিনেট করা চিকেন দিয়ে কিছুক্ষণ ভাল করে নেড়ে নিন৷ ভাজা চিকেন তুলে রাখুন৷

এবার একটা তলামোটা পাত্রে মাঝারি আঁচে মাখন গরম করে পেঁয়াজ, টোম্যাটো, কাজু, গোলমরিচ, তেজপাতা, এলাচ, জয়িত্রী, লবঙ্গ, দারচিনি, গোটা ধনে, গোটা জিরে, স্টার আনিজ, মৌরি ৮-১০ মিনিট ভেজে নিন৷ কড়া থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নিন৷
এই মশলা দুধের সঙ্গে একসঙ্গে বেটে পেস্ট তৈরি করে নিন৷

আবার হালকা আঁচে প্যান গরম করুন৷ মাখন গলিয়ে বাটা মশলা দিয়ে ফুটতে শুরু করলে চিকেন দিন৷ নুন, চিনি, কসুরি মেথি ও ফ্রেশ ক্রিম দিন ভাল করে৷ ঘন কারি তৈরি হলে ধনেপাতা কুচি ছড়িয়ে নিন৷



Source link

সর্বশেষ - খেলাধুলা