আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব বাড়লেও আমেরিকায় আর লকডাউন চান না দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্তোনি ফাউচি। রোববার (১ আগস্ট) এবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, আমেরিকায় লকডাউন এড়াতে যথেষ্ট পরিমাণে ভ্যাকসিন ইতিমধ্যে দেওয়া হয়েছে।
আমেরিকায় কী সামনে আবার লকডাউন দেখা যাবে? এমন এ প্রশ্নের জবাবে ফাউচি বলেন, আমি মনে করি না আমরা আবার লকডাউন দেখতে যাচ্ছি। আমি মনে করি লকডাউন না দেওয়ার জন্য শতকরা হিসেবে যথেষ্ট ভ্যাকসিন আমরা দিয়েছি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান মেডিক্যাল উপদেষ্টা ফাউচি বলেন, করোনার প্রাদুর্ভাবকে একেবারে দমিয়ে দেওয়ার মতো যথেষ্ট ভ্যাকসিন দেওয়া হয়নি, তবে গত শীতকালে আমরা যে অবস্থায় ছিলাম সে অবস্থায় আবার ফিরে যাব না।
যুক্তরাষ্ট্রের সম্প্রতি করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব বাড়ছে। ভ্যাকসিন নেননি এমন ব্যক্তিরা এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়ছেন। সিডিসির এক নথিতে বলা হয়েছে, ডেলটা ভ্যারিয়েন্ট জলবসন্তের মতো অতিসংক্রামক রূপ ধারণ করেছে। যারা ভ্যাকসিন নিয়েছেন তারাও এ ভাইরাস বিস্তারে ভূমিকা রাখছেন। তবে ভ্যাকসিন নিলে মারাত্মক অসুস্থ হওয়া থেকে রক্ষা পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন
সারাবাংলা/আইই