এসি থেকে বেরোনো জল ক্লোরিন, ফ্লোরাইড, লবণমুক্ত হয়ে থাকে। সাধারণ ট্যাঙ্ক বা পুলের জলের থেকেও অনেক বেশি শুদ্ধ। এতে রাসায়নিক পদার্থের পরিমাণ কম থাকে। তবে এই জল পানের উপযুক্ত নয় একেবারেই। কিন্তু চাইলে অন্য নিত্য প্রয়োজনে এই জল অনায়াসে ব্যবহার করা যায় ৷ দেখে নেওয়া যাক কোন কোন কাজে ব্যবহার করা যায় এয়ারকন্ডিশন থেকে নির্গত জল।