অদ্য ২৪/০৫/২০২১খ্রিঃ তারিখ সকাল অনুমান ১১:০৫ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে রামু থানাধীন রাজাকুল ইউপিস্থ রামু বোটানিক্যাল গার্ডেন এর সামনে রামু টু মরিচ্যাগামী পাকা রাস্তার উপর একটি টমটম গাড়ি হতে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আবুল হাশেম (২৩) , পিতা-রশিদ আহম্মেদ, সাং- কড়ইবুনিয়া, ০২। মোঃ আলম (২১), পিতা- আবু ছিদ্দিক, সাং- কুতুপালং, ক্যাম্প নং-০৬, ব্লক- এ/১১, সর্ব থানা- উখিয়া, জেলা- কক্সবাজার’দ্বয়ের হেফাজত হতে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিচ ইয়াবা (মাদক) ট্যাবলেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।