বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন

চট্টগ্রামে ডিবির চৌকস অভিযানে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার, লুট হওয়া গাড়ি উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৩৮৭ সময় দেখুন
চট্টগ্রামে ডিবির চৌকস অভিযানে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার, লুট হওয়া গাড়ি উদ্ধার

গত ১০/১০/২০২৫ খ্রি. তারিখ দুপুর আনুমানিক ১২:১৫ ঘটিকার সময় খুলশী থানাধীন **বিটিআই উইং সোর্ড বিল্ডিং-এর গলিতে অজ্ঞাতনামা ১০-১২ জনের একদল ডাকাত সাংবাদিক পরিচয় দিয়ে বাদীর চারতলা বাসায় প্রবেশ করে। দুইজন মহিলা সহ বাদীকে ধারালো ছোরা দিয়ে জিম্মি করে প্রায় আড়াই ঘণ্টা ধরে ডাকাতি চালায়।

ডাকাত দল বাদীর বাসা হতে ১টি টয়োটা করলা ক্রস হাইব্রিড (২০২২ মডেল), আনুমানিক মূল্য ৪৫,০০,০০০/- (পঁয়তাল্লিশ লক্ষ) টাকা, এবং আরও কিছু মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় খুলশী থানা মামলা নং-০৬, তারিখ-১১/১০/২০২৫ খ্রি., ধারা-৩৯৫/৩৯৭ দণ্ডবিধি অনুযায়ী মামলা রুজু হয়।

পরবর্তীতে মামলাটি মাননীয় পুলিশ কমিশনার মহোদয় কর্তৃক উপ-পুলিশ কমিশনার (ডিবি উত্তর-দক্ষিণ)-এর নিকট ন্যস্ত করা হয়। তাঁর নির্দেশে ডিসি ডিবি (উত্তর-দক্ষিণ) মামলাটির তদন্তভার এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন রাজু-এর ওপর অর্পণ করেন।

ডিসি ডিবি (উত্তর-দক্ষিণ)-এর নেতৃত্বে গঠিত ডিবির একটি চৌকস টিম মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ, ইপিজেড ও কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত নিম্নোক্ত ৭ জন আসামিকে গ্রেফতার করে—

১. আব্দুল মতিন রাসেল (৩৫)
২. আশরাফুল ইসলাম সাহেদ (২৯)
৩. মমিন (২৮)
৪. শারমিন আক্তার রিমা (৩০)
৫. নুর মোহাম্মদ সাব্বির ওরফে রকি (২২)
৬. মোঃ রোবেল হোসেন (৩১)
৭. মোঃ ফয়সাল (২২)

তাদের হেফাজত হতে ডাকাতি হওয়া নিম্নোক্ত মালামাল উদ্ধার করা হয়ঃ

* ০১টি TOYOTA COROLLA CROSS HYBRID

* মডেল: ২০২২
* রং: সিলভার
* চেসিস নং: ZVG11-1043012
* ইঞ্জিন নং: 2ZR 2143990
* সিসি: ১৭৯০
* রেজি. নং: আবেদনাধীন

এছাড়াও ডাকাতি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর