আরিফ হাসান : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৩ ডিসেম্বর) শেয়ার দর পতনের শীর্ষ দশে ছিলো আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড। গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) ডিএসই সূত্রে জানা গেছে।
আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড এর গতকাল সোমবার শেয়ার মূল্য হ্রাস পেয়েছিলো ৫.৯৮ শতাংশ। আজও প্রথম ঘন্টায় শেয়ার মূল্য হ্রাস পেয়েছে ০.৪৯ শতাংশ। গতকালের ক্লোজিং প্রাইস ছিলো ৪০.৯০ টাকা, আজকের ওপেনিং প্রাইস ৪১.৭০ টাকা। প্রথম ঘন্টায় কোম্পানিটির আজকের শেয়ার দর ওঠানামা হয় সর্বনিম্ন ৩৯.৮০ টাকা এবং সর্বোচ্চ ৪১.৮০ টাকায়।
কোম্পানিটি বিগত ৫ বছরে নগদ লভ্যাংশ্য দিয়েছে যথাক্রমে ২০২০ সালে ২ শতাংশ, ২০১৯ সালে ৫ শতাংশ, ২০১৮ সালে ১০ শতাংশ, ২০১৭ সালে ১০ শতাংশ, ২০১৬ সালে ১০ শতাংশ, ২০১৫ সালে ১০ শতাংশ। কোম্পানিটির মোট শেয়ার ১ কোটি ৭৮ লক্ষ, ৬৭ হাজার ৮০০ টি। তার মধ্যে ৪৭.২২ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩.৭৪ শতাংশ, এবং বাকি ৪৯.০৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারিদের হাতে। কোম্পানিটি সর্বশেষ এজিএম করে ২০২০ সালের ২৪ ডিসেম্বর।
কোম্পানিটির ওয়েবসাইট তথ্য অনুযায়ী ২০২০-২০২১ অর্থবছরের ১ম প্রান্তিক অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি ইনকাম (ইপিএস) দাঁড়িয়েছে ০.১৫ টাকা, একই সময়ে আগের বছর কোম্পানিটির ইপিএস ছিলো ০.১১ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভি) ১০.৪৮ টাকা। কোম্পানিটি ১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে বি ক্যাটাগরিতে অবস্থান করছে।
ডিএসই এর তথ্য অনুযায়ী শেয়ার বাজারে কোম্পানিটির অনুমোদিত মূলধনের পরিমান ২০ কোটি টাকা। প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধনের পরিমান ১৭ কোটি ৮৬ লক্ষ ৮০ হাজার টাকা। কোম্পানির ওয়েবসাইটে ফিন্যানসিয়াল রিপোর্ট পর্যালোচনা করে দেখা যায়, আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড এর শেয়ার প্রতি ইনকাম ইপিএস বেড়েছে গত বছরের তুলনায় ০.০৪ টাকা বেশি।