06
তাঁর বক্তব্য, “চার-পাঁচ বছর আগে আমি সালোয়ার কামিজ পরেছিলাম। আর আমার কাছে ছিল বিজনেস ক্লাসের টিকিট। আমি ওই লাইনে দাঁড়িয়েছিলাম। তো ওঁদের মনে হয়েছিল যে, সালোয়ার কামিজ পরে নিয়েছেন তো দিদি কিংবা বেহেনজি। মানে দরিদ্র। ওঁরা এ-ও বলেছিলেন যে, আরে এরা তো ক্যাটল ক্লাস। ওঁরা কীভাবে জানবেন, বিজনেস ক্লাস কী? তাই আমি সরাসরি ওঁদের কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম, ক্যাটল ক্লাস কী?”