আরও এক বছর যোগ হয়ে গেল ভিকি কৌশলের (Vicky Kaushal) জীবনে। রবিবার, ১৬ মে ৩৩ বছরে পা দিলেন বলিউডের নতুন হার্টথ্রব ভিকি। কেমন কাটছে তাঁর জন্মদিন? ভিকির ভাই সানি কৌশলের (Sunny Kaushal) ইনস্টাগ্রামে ধরা পড়ল জন্মদিন সেলিব্রেশনের এক ঝলক। ইনস্টাগ্রামে সানি ভিকির কেক কাটার ছবি শেয়ার করেছেন। কালো হুডি পরে কেকে সামনে হাসিমুখে দেখা যাচ্ছে বার্থডে বয়কে। ক্যাপশনে সানি লিখেছেন, জন্মদিনের শুভেচ্ছা আমার ভাই। বাড়িতে একেবারে একান্তে নিজের পরিবারের সঙ্গেই এবারের জন্মদিন কাটাচ্ছেন অভিনেতা।