মো: এমরান হোসেন তালুকদার: বৈশ্বিক করোনা মহামারির জন্য পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে করোনার বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দিয়েছে মালদ্বীপের স্বাস্থ্য সংস্থা (এইচ.পি.এ) । বর্তমানে মালদ্বীপে বিকাল ৪.০০ টা থেকে ভোর ৪.০০ পর্যন্ত লকডাউন ছলছে, এবং আগামী এক সাপ্তাহ জন্য সকল ধরনে খাবারের হোটেল বন্ধ রাখার ঘোষনা করছে (এইচ.পি.আই)।
ফলে এবারো মালদ্বীভিয়ানরা ঈদ উদযাপন করেছে ঘরে বসে। করোনার সংক্রমণ প্রতিরোধে ঈদে প্রত্যেকেই নিজ নিজ বাসায় অবস্থান করছেন । সোশ্যাল মিডিয়া মাধ্যমে অথবা অনলাইনের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছে এবং বেশিরভাগ মানুষ ঈদের সেলামি দেওয়ার ক্ষেত্রে অনলাইন ব্যাংকিং ব্যবহারের করছে।
এছাড়া ও মালদ্বীপে অবস্থিত বাংলাদেশী হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হাসান, মালদ্বীপে অবস্থিত সকল বাংলাদেশী প্রবাসীদের, দূতাবাসের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্চা জানান, এবং দেশটিতে করোনার বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেন। যাহা দেশের সুনাম রক্ষার সাথে সাথে প্রবাসীরা নিরাপদে থাকে।