রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন

রাজধানীতে বিএনপির ৪ দিনের পদযাত্রা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৫ সময় দেখুন
রাজধানীতে বিএনপির ৪ দিনের পদযাত্রা


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং নির্বাচন কমিশন পুনর্গঠনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচির মধ্যে রয়েছে – আগামী ৩০ জানুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ি থেকে শ্যামপুর এবং ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা।

এ ছাড়া আগামী ২৮ জানুয়ারি ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শাহজাদপুর থেকে আবুল হোটেল এবং ৩১ জানুয়ারি গাবতলী থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা।

কর্মসূচি ঘোষণার সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ।

সারাবাংলা/এজেড/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর