কর্পোরেট সংবাদ ডেস্ক : সুপ্রিমকোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) হাইকোর্ট বিভাগের রেজিস্টার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম, ইনায়েতুর রহিম বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগে বিচারক হিসেবে নিয়োগ পাওয়ায় কমিটির চেয়ারম্যানের পদটি শুন্য হয়।
বাংলাদেশের প্রধান বিচারপতি এই শূন্যপদে বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে নিয়োগ দিয়েছেন।
২০১৪ সালের ২৯ ডিসেম্বর কমিটির চেয়ারম্যান করা হয় হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নিজামুল হককে। পরের বছর ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি বিচারপতি নিজামুল হক আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেলে ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান করা হয় হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে। ১ মার্চ দায়িত্ব গ্রহণের পর সম্প্রতি এ বিচারককেও আপিল বিভাগে নিয়োগ দেওয়ায় হাইকোর্টের বিচারক জাহাঙ্গীর হোসেন সেলিমকে চেয়াম্যান করা হলো।
আরও পড়ুন:
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ