Last Updated:
সুবীর দে, দক্ষিনেশ্বরঃ পুলিশের তৎপরতায় বাঁচল ভিন রাজ্যের যুবকের প্রাণ। দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যাওয়া ভিন রাজ্যের যুবককে বাঁচাল দক্ষিণেশ্বর থানার পুলিশ।
দক্ষিণেশ্বর থানার পুলিশের তৎপরতায় বাঁচল ভিন রাজ্যের যুবকের প্রান।উত্তরপ্রদেশের ভাদুনি জেলার যুবক পবন শুক্লা এসেছিল দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। স্বাভাবিকভাবেই গঙ্গা স্নানের জন্য দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন গঙ্গারঘাটে স্নান করতে নামে। স্নান করতে গিয়ে গঙ্গার জলে তলিয়ে যেতে শুরু করেন ওই যুবক। সেই সময় মন্দিরে কর্তব্যরত দক্ষিণেশ্বর থানার পুলিশ আধিকারিকরা স্থানীয়দের চিৎকার শুনে গঙ্গায় ঝাঁপ দিয়ে ওই যুবককে উদ্ধার করে।
আরও পড়ুনঃ এক পাতাতেই উধাও ডার্ক সার্কেল…! ছোট্ট ঘরোয়া টোটকা জিন্দাবাদ, চাঁদের মতো ঝলঝলে মুখ! পরখ করে দেখুন
এ দিনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পুলিশ ওই যুবককে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। যুবকের চিকিৎসা চলছে হাসপাতালে।
Kolkata,West Bengal
February 03, 2025 1:45 PM IST
Dakshineswar: স্নান করতে নেমেছিল দক্ষিণেশ্বরের গঙ্গায়, আচমকা চিৎকার…! তারপর যা ঘটল, অবিশ্বাস্যর চেয়েও অবিশ্বাস্য
Next Article
Mahakumbha 2025: ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’, মহাকুম্ভের পদপিষ্টের ঘটনায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের! তুমুল শোরগোল