ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত। লালগড়, সাঁকরাইল জুড়ে ব্যাপক হাতির তাণ্ডব। গত কয়েক দিন ধরে হাতির হানা এলাকায়, ক্ষুব্ধ হয়ে বনদফতরের অফিসে তালা লাগিয়ে বিক্ষোভে সাধারণ মানুষ। জানা গিয়েছে, কয়েকদিন ধরে ঝাড়গ্রামের লালগড় ব্লকের ভাউদি, লালগড় সহ একাধিক এলাকায় প্রায় ৫০ থেকে ৬০টি হাতি দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। যার ফলে ব্যাপক ঘরবাড়ি ও ফসলের ক্ষতি করছে হাতির দল। ফলে ব্যাপক ক্ষুব্ধ এলাকার মানুষজন। অভিযোগ বারংবার এলাকায় হাতি প্রবেশ করে ক্ষয়ক্ষতি করছে, তবুও হুশ নেই বনদফতরের।
Source link