[১] দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ সার্বিয়ার শ্রমবাজারে প্রবেশ করলো বাংলাদেশ
কূটনৈতিক প্রতিবেদক: [২] দেশটির উদ্দেশ্য শনিবার সকালে নয় জন প্রশিক্ষিত কর্মী হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করেন। শুক্রবার মধ্যরাতে বিমানবন্দরে এই কর্মীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র (বিএমইটি) মহাপরিচালক শহীদুল আলম।
[৩] তিনি বলেন, করোনার নেতিবাচক প্রভাবের মধ্যেও নতুন শ্রমবাজারে কর্মী যাওয়া বৈদেশিক কর্মসংস্থান খাতে নতুন সম্ভাবনা। বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এই কর্মীরা যাচ্ছেন। তাদের থাকা, খাওয়সহ সকল খরচ বহন করবে নিয়োগদাতা কোম্পানী। সর্বনিম্ন বেতন হবে ৪০ হাজার টাকা।
[৪] প্রথমিকভাবে ৩২ জন কর্মীর চাহিদাপত্র অনুমোদন দেয়া হয়েছে জানিয়ে বলেন, আরো কয়েকটি প্রতিষ্ঠান হাজারেরও বেশি কর্মীর চাহিদা রয়েছে।
[৫] সার্বিয়াতে বাংলাদেশের দূতাবাস না থাকায় ভারত থেকে কর্মীদের ভিসা ইস্যু করা হয়েছে।
[৬] এক লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে দেশটিতে গেছেন তারা। ভাড়ি যানবাহনের ড্রাইভার, বাবুর্চি, ও সুপারভাইজার হিসেবে যোগদান করবেন।