[১] নিউইয়র্কে শেখ কামালের জন্মদিন উদযাপন
কূটনৈতিক প্রতিবেদক:[২] নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
[৩] শুক্রবার নিউইয়র্ক কনস্যুলেট অফিস এ তথ্য জানিয়ে বলেছে, কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা এবং কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তারা শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
[৪] জাতির জনক ও তার পরিবারের অন্যান্য শহীদ সদস্যসহ সব শহীদ বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে শহীদ শেখ কামালের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
[৫] কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা আলোচনায় বলেন, শেখ কামাল স্বাধীন বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ সংগঠকের ভূমিকা পালন করেছেন। তার কর্মময় জীবন ও আদর্শ সবসময় আমাদের কাছে বিশেষ করে যুবসমাজের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
[৬] শেখ কামালকে একজন পরিপূর্ণ আলোকিত মানুষ হিসেবে উল্লেখ করে কনসাল জেনারেল শেখ কামালের কর্মময় জীবন ও বাংলাদেশের ক্রীড়া, শিল্প, সংস্কৃতি ও রাজনীতিতে তার অবদান সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করার জন্য সবাইকে আহ্বান জানান।