Last Updated:
পাকিস্তানে আস্ত ট্রেন অপহরণ করে যাত্রীদের পণবন্দি করল বালোচিস্তান লিবারেশন আর্মি৷ মঙ্গলবার বিকেলে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে হামলা চালায় বালোচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা৷ নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় তাদের৷ হামলায় তিরিশ জন পাক সেনা নিহত হয়েছেন বলে খবর৷ ট্রেনে থাকা আরও প্রায় ২১৪ জন সেনা কর্মীকে পণবন্দি করে রেখেছে হামলাকারীরা৷ তাঁদের মুক্তির বদলে জেল বন্দি বালোচ আন্দোলনকারীদের ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়েছে৷ শর্ত মানার জন্য পাকিস্তান সরকারকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছে বিএলএ৷ পণবন্দিদের মুক্ত করতে পাল্টা অভিযান শুরু করেছে পাক সেনা৷
পাকিস্তানে আস্ত ট্রেন অপহরণ করে যাত্রীদের পণবন্দি করল বালোচিস্তান লিবারেশন আর্মি৷ মঙ্গলবার বিকেলে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে হামলা চালায় বালোচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা৷ নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় তাদের৷ হামলায় তিরিশ জন পাক সেনা নিহত হয়েছেন বলে খবর৷ ট্রেনে থাকা আরও প্রায় ২১৪ জন সেনা কর্মীকে পণবন্দি করে রেখেছে হামলাকারীরা৷ তাঁদের মুক্তির বদলে জেল বন্দি বালোচ আন্দোলনকারীদের ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়েছে৷ শর্ত মানার জন্য পাকিস্তান সরকারকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছে বিএলএ৷ পণবন্দিদের মুক্ত করতে পাল্টা অভিযান শুরু করেছে পাক সেনা৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2025 3:18 AM IST
Pakistan Train Attack Update: ৪৮ ঘণ্টার চরমসীমা, পণবন্দি এখনও ২১৪ জন! পাক সরকারকে কী শর্ত দিল বালোচ হামলাকারীরা?