ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, সংক্ষেপে আইসিসি এয়ার্ল্ড কাপ ২০২৩-এর খেলা আরম্ভ হয়ে গিয়েছে। তবে, তার আগে, যে সব স্টেডিয়ামে খেলা হবে, তার নেটওয়ার্ক নিয়ে একটা সমীক্ষা চালিয়েছিল ওপেনসিগন্যাল। সেই সমীক্ষা বলছে যে এই স্টেডিয়ামগুলোর নেটওয়ার্ক কভারেজের দিক থেকে সেরা পরিষেবা প্রদান করছে এয়ারটেল, বিশেষ করে যদি ৫জি-র দিকে চোখ রাখা হয়, তাহলেও দর্শকদের হতাশ করবে না এই টেলিকম অপারেটর সংস্থা। লাইভ স্ট্রিমিং হোক বা ভয়েস অ্যাপ, সবেতেই সেরা পরিষেবা দিচ্ছে এরাই।
এর পরের ধাপেই অনিবার্য ভাবে উঠে আসে ডেটার প্রশ্ন। যে সব স্টেডিয়ামগুলোয় খেলা হবে, তাদের না হয় চমৎকার ভাবে কভার করছে ভারতী এয়ারটেল, কিন্তু দর্শকের ক্ষেত্রে কী! মানে, আমরা সবাই জানি, জীবনের মতোই ডেটা প্যাক অফুরন্ত নয়, তার একটা মেয়াদ থাকে, বিশেষ করে ভিডিও দেখলে, সে লাইভ স্ট্রিমিং হোক বা না হোক, ডেটা খরচ হতে থাকে দ্রুত, ফুরিয়ে যায় দেখতে না দেখতেই। এই সমস্যা থেকে ইউজারদের রেহাই দেওয়ার উপায় কী?
বলাই বাহুল্য, বিশেষ ডেটা প্যাক। এখন না হয় শুরু হয়েছে বিশ্বকাপের খেলা, তা বলে ডেটার খরচ তো আর সারা বছর কম থাকে না। এই ওয়েব সিরিজ, সেই ম্যাচ- সর্বত্রই সব সময়ে ডেটা খরচ হয়েই চলে। তাই সব টেলিকম অপারেটররাই নিজেদের ভাঁড়ারে রেখেছেন বিশেষ ডেটা প্যাক রিচার্জ প্ল্যান। চলতি প্ল্যানের ডেটা ফুরিয়ে গেলে এই প্রিপেড প্ল্যানগুলো রিচার্জ করে নিলেই সমস্যা শেষ।
কিন্তু বিশ্বকাপের খেলা যখন, তখন ব্যাপারটা ততটাও সহজ নয়, কেন না, এ খেলা চলবে বহু দিন, ডেটার খরচও বাড়বে। তাহলে কি বাড়বে সেই সঙ্গে পাল্লা দিয়ে রিচার্জের খরচও?
উঁহু, সেটি হওয়ার জো নেই, অন্তত এয়ারটেলের কানেকশন থাকলে। এই বিশ্বকাপের জন্যই এবার বিশেষ প্রিপেড ডেটা প্ল্যান নিয়ে এসেছে সংস্থা, খরচ যা ভাবা যায়, তার চেয়েও কম। ৯৯ টাকায় ২ দিনের আনলিমিটেড ডেটা আর ৪৯ টাকায় ১ দিনের জন্য ৬ জিবি- মন্দ কী। এছাড়া, স্টার-এর সঙ্গে বিশেষ গাঁটছড়াও বাঁধা হয়েছে, যাতে স্টার্ট স্পোর্টস পোর্টফোলিও থেকে চ্যানেল যোগ করার প্রক্রিয়াটি সরল হয়। সঙ্গে এয়ারটেল এক্সস্ট্রিম বক্সে, গ্রাহকরা যাতে তাঁদের পছন্দের ভাষায় সম্প্রচারিত ক্রিকেট ম্যাচটি দ্রুত নেভিগেট করতে পারেন, সে জন্য এয়ারটেল একটি দ্রুত-অ্যাক্সেস প্রোমো-রেল চালাচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।