google_ad_client = "ca-pub-4770550234200900";
/* footer2 */
google_ad_slot = "footer2";
google_ad_width = 300;
google_ad_height = 250;
শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর(যশোর) প্রতিনিধি ::
যশোরের অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে ১৪ নভেম্বর মঙ্গলবার পানিতে ডুবে মারিয়া (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু মারিয়া ঐ গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে।
পারিবারিক সুত্রে জানা যায়, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে সকাল ১০ টার দিকে বাড়ির পুকুর থেকে ডুবন্ত অবস্থাতায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর থানার এস, আই আশিকুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবিভাবকের অসতর্কতায় বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।