শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি ::
যশোরের অভয়নগরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস’২২ পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, বিজয় স্তম্ভে পুস্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণসহ নানা ধরনের কর্মসূচি পালন করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
সুর্যদয়ের সাথে সাথে ষ্টেশন বাজার মুক্তিযোদ্ধা বিজয় স্তম্ভে ফুল দিয়ে দিবসের সুচনা করা হয়। এরপর নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহান বীর মুক্তিযোদ্ধাদের সাথে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, ইউএনও মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান , থানার ওসি একেএম শামীম হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, পৌর মেয়র সুশান্ত কুমার দাস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এনামুল হক, সাঃ সম্পাদক ওলিয়ার রহমান, অভয়নগর রিপোর্টাস ক্লাবের সভাপতি বদরুজ্জামান, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর প্রেস ক্লাবের সাঃ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী শ্রেণির জনগণসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।