আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্যে অরণ্যনিধনের প্রতিবাদে অন্তত ৭০ জন নারী গাছকে প্রতীকী বিয়ে করেছেন। দেশটির ব্রিস্টল শহরভিত্তিক একটি পরিবেশবাদী সংগঠন এ বিবাহ কর্মসূচির আয়োজন করে।
বিবিসির খবরে জানা গেছে, ব্রিস্টলের এক এলাকায় ১৬৬টি অ্যাপার্টমেন্ট তৈরির পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। ওই এলাকায় আবাসন বৃদ্ধিতে অন্তত ৭৪টি বড় গাছ কাটতে হবে। এসব গাছ কাটার প্রতিবাদ করছেন পরিবেশবাদীরা।
প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে গাছকে বিয়ে করেছেন নারীরা। কর্মসূচিতে নারীরা বিভিন্ন সংস্কৃতির বিয়ের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গাছের সঙ্গে বিয়ে হয় ওই প্রতিবাদী নারীদের।
যদিও গাছের সঙ্গে বিবাহ যুক্তরাজ্যে আইনত ভিত্তি নেই, তবে প্রতিবাদীরা মনে করেন, এর মাধ্যমে গাছ রক্ষায় তাদের বার্তা সমাজের নানা স্তরে সহজে পৌঁছে যাবে।
স্থানীয় বাসিন্দা, পরিবেশ রক্ষা আন্দোলনের প্রচারক ও নববধূ সুজান হেকেট বলেন ‘এটা শুধু একটি আবেগপ্রবণ কাজ নয়, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রতীকী প্রতিবাদ।’
সারাবাংলা/আইই