শরীয়তপুর প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরে আনন্দ আয়োজনের মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে।
রবিবার (২৭ অক্টোবর) ১১টার দিকে জেলার ছয়টি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে শরীয়তপুর শহরের এসে জড়ো হতে শুরু করে।
সদর উপজেলা, শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়াম ও পালং বাজার তিনটি স্থানে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৬ বছর পর স্বাধীনভাবে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পেরে খুশি নেতাকর্মীরা।
এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, স্বৈরাচার সরকারের আমলে ৫ জানুয়ারীতে একটা হরতাল এর কর্মসূচি ছিল তাকে কেন্দ্র করে আমার বাড়িতে পুলিশি রেট হয় যার জন্য আমার বাবা স্ট্রোক করে মারা যান আমি তার সুবিচার চাই।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে এতো আনন্দঘন পরিবেশে এরকম কর্মসূচি শরীয়তপুরবাসি দেখে নাই। ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাই আজ এতো সুন্দর পরিবেশে আমরা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি। এর সাথে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের পক্ষ থেকে ফ্রী মেডিকেল ক্যাম্প করা হয়েছে সাথে ঔষধ দেয়া হচ্ছে।
মো. আল-আমিন