বৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩ | ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তরুণ উদ্যোক্তা
  8. ধর্ম
  9. নারী ও শিশু
  10. প্রবাস সংবাদ
  11. প্রযুক্তি
  12. প্রেস বিজ্ঞপ্তি
  13. বহি বিশ্ব
  14. বাংলাদেশ
  15. বিনোদন

আনোয়ারায় ফল বিক্রেতাকে কুপিয়ে জখম: থানায় মামলা

প্রতিবেদক
bdnewstimes
মার্চ ২, ২০২৩ ১২:০৭ অপরাহ্ণ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারায় মাদক সেবনে বাধা দেওয়ায় মোহাম্মদ সোহেল (৩০) নামের এক ফল বিক্রেতাকে কুপিয়ে জখম করেছে দুস্কৃতকারীরা। এ ঘটনায় গত বুধবার সন্ধ্যায় অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা হয়েছে। এর আগে গত সোমবার রাতে চট্টগ্রাম শহর থেকে বাড়ি ফেরার পথে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোহেল উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হামলার শিকার সোহেল চট্টগ্রাম শহরে ভ্রাম্যমান মৌসুমী ফল বিক্রি করে সংসার চালান। তিনি এলাকায় মাদক সেবনকারী ও বখাটেদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। এর জের ধরে গত সোমবার রাতে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে ভরাচর বেড়িবাঁধ এলাকায় পৌঁছলে ওতপেতে থাকা দুস্কৃতকারীরা সোহেলের ওপর হামলে পড়ে ধারালো কিরিচ দিয়ে এলোপাতারি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে সোহেলের শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পরবর্তীতে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায় দুস্কৃতকারীরা। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত সোহেলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

এ ঘটনায় সোহেলের বড়ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে গত বুধবার আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন,বরুমচড়া ভরাচর এলাকার কামাল উদ্দিনের ছেলে মঞ্জুরুল আলম (৩২),মফজল আহমদের ছেলে রেজাউল করিম (২৯), সৈয়দ আহমদের ছেলে ইকবাল হোসেন (৩৩),আহমদ নবীর ছেলে নেজাম উদ্দিন (২৯) ও জামাল হোসেনের ছেলে মো.মনছুর (৩১)।

মামলার বাদী জাহাঙ্গীর আলম বলেন, অভিযুক্তরা এলাকার চিহ্নিত মাদক সেবনকারী ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত। আমার ছোটভাই সোহেল বিভিন্ন সময় তাদের কুকর্মে বাধা দেওয়ায় হত্যার উদ্দেশে হামলা চালিয়েছে তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছি। আমি দুস্কৃতকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ব্যাপারে জানতে চাইলে আনোয়ারা থানার সেকেন্ড অফিসার শাহিদ হোসাইন বলেন, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - খেলাধুলা