আসলে, বুমরাহ তাঁকে বলছিলেন যে যেই জায়গায় তুমি দৌড়ে এসেছিলে সেটা আমার জায়গা ছিল। করুণও এর উত্তরে কিছু বলতে দেখা যায়। তবে, হার্দিক পান্ডিয়া এসে দু’জনকে আলাদা থাকতে বলেন এবং বিষয়টি শান্ত করেন। রোহিতও পাশে কিছু বলতে দেখা যায়। উল্লেখ্য, যেই ওভারে করুণ তাঁর হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সেই ওভারে তিনি বুমরাহকে ১৮ রান মেরেছিলেন। যার মধ্যে ২টি ছক্কা, ১টি চার এবং ১টি ডাবল ছিল। দীর্ঘ সময় পর করুণ নায়ার IPL-এ খেলছেন। তবে তাঁর একটি পুরানো ট্যুইটও এখন ভাইরাল হচ্ছে যেখানে তিনি লিখেছেন ‘‘ডিয়ার ক্রিকেট আমাকে আরেকটি সুযোগ দাও।’’ উল্লেখ্য, নায়ার গত কয়েক মাসে ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করেছেন। করুন নায়ারকে দিল্লি এই বছর মাত্র ৫০ লাখ টাকায় কিনেছে। (Photo: X)