মোহাম্মদ ইমরান খান।
কক্সবাজারের উখিয়ায় ইনানী রেঞ্জের আওতাধীন রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকায় পাহাড় থেকে অবৈধ বালু উত্তলন করার সময় ড্রেজার মিসিং এর যাবতীয় সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার (২১ জুন) দুপুর ১২ টার সময় তুতুরবিল এলাকায় উখিয়া রেঞ্জ কর্মকর্তার নির্দেশে অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দিয়েছেন ওয়ালা বিট অফিসার বজলু রশিদ।
বিট অফিসার বজলু রশিদ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে তুতুরবিল এলাকায় অভিযান চালিয়ে পাহাড় থেকে অবৈধ বালু উত্তলন করার সময় একটি ড্রেজার মিসিং এর যাবতীয় সরঞ্জাম জব্দ করেছে এবং পরবর্তীতে আমরা জানতে পারি ঐ ড্রেজার মিসিং এর মালিক হলেন তুতুরবিল এলাকার মৃত: আবুর ছেলে সরোয়ার।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, আমরা ইউএনও মহোদয়ের নির্দেশ মতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেছি সুতরাং আগামীতেও আমাদের এইরকম অভিযান চলমান থাকবে বলে, জানিয়েছেন।