স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। প্রয়াণ দিবস উপলক্ষে শুক্রবার (১৪ জুলাই) সকাল ৯টায় জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। তবে এসময় দলের চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই জি এম কাদের উপস্থিত ছিলেন না।
পূর্বনির্ধারিত এ কর্মসূচিতে দলের ৩৯ প্রেসিডিয়াম সদস্যের মধ্যে মাত্র পাঁচজন উপস্থিত ছিলেন। তারা হলেন- সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি), সাইদুর রহমান টেপা, আব্দুর সবুর আসুদ, আ্যডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, মোস্তফা মাহাবুব।
কর্মসূচিতে যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, বেল্লাল হোসেন এবং ফখরুল ইসলাম শাহাজাদা ছাড়াও তিনজন জন দলীয় সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
২০১৯ সালের এই দিনে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢাকাসহ সারা দেশে কুরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল, দুস্থদের মধ্যে খাবার বিতরণ এবং স্মরণসভাসহ নানা কর্মসূচির মাধ্যমে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে স্মরণ করবে জাতীয় পার্টি।
সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে হবে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত। বিকেল ৩টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের (এমপি) এতে সভাপতিত্ব করার কথা রয়েছে। স্মরণসভায় জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুসহ শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।
সারাবাংলা/ এ এইচ এইচ/এনইউ