এস. এম ছাব্বির হোসেন, কয়রা (খুলনা) প্রতিনিধি ::
খুলনার কয়রায় বাল্য বিবাহ ও শিশু শ্রম বন্ধে বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় ফেইথ ইন অ্যাকশন-মুক্তির আহ্বান প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফেইন ইন অ্যাকশনের প্রকল্প ব্যবস্থাপক টিটু পিনারুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মনিরুজ্জামান, এনজিও প্রতিনিধি প্রনতি কস্তা। এসময় বক্তারা শিশু শ্রম বন্ধ, শিশুদের সুরক্ষা, বাল্য বিবাহ বন্ধে কিশোরীদের সমন্বয়ে শক্তিশালী নেটওয়ার্কিং মাধ্যমে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং বাল্য বিবাহ বন্ধ ও শিশু কিশোরীদের উন্নয়নে সকলকে অবদান রাখার আহ্বান জানান।
এসময় গুচ্ছ পর্যায়ের সংগঠন, শিশু সুরক্ষা কমিটি,শিশু কিশোর-কিশোরী ক্লাবের প্রতিনিধি, সরকরি অফিসার ও অন্যান্য সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।